আগামীকাল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন 

  • অনলাইন
  • শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ ০২:১০:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামীকাল শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ টার্মিনালের মাধ্যমে সহজ ও স্বল্প সময়েই ইমিগ্রেশন করতে পারবেন যাত্রীরা। 

নতুন প্রযুক্তি সংবলিত তৃতীয় টার্মিনাল এখন শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে। যেখানে পৌছাতে থাকবে না কোন যাত্রা ভোগান্তি। ইতোমধ্যে কাজ শেষ প্রায় ৯০ শতাংশ। শনিবার এই মহাযজ্ঞের আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় টার্মিনালের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হবে। 

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীরা উন্নতমানের সেবা পাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহমুদ আলী। তিনি বলেন, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পর পাল্টে যাবে বিমানবন্দরের চিত্র।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য