রাজনৈতিক কর্মসূচির নামে রাজধানীর প্রবেশপথ আটকালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টা ২৬ মিনিটে গণমাধ্যমকে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে ঢাকার প্রবেশপথ আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।
এর আগে, বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে শনিবার (২৯ জুলাই) ঢাকার সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবে তারা।
অন্যদিকে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পক্ষ থেকেও ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা এসেছে। পাশাপাশি ঢাকার প্রবেশের মূল চারটি পয়েন্টে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে যুবলীগ। শনিবার বেলা ১১টা থেকে রাজধানীর আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী ও আমিনবাজারে শান্তি সমাবেশ করবেন সংগঠনটির নেতাকর্মীরা।
মন্তব্য