মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে বৃহসপতিবার (১৩মার্চ)সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের সামনে ভার্ডের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে মাগুরার আছিয়া ধর্ষণকারী ও সারাদেশে নারী নিপীড়ন ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানানো হয়।
মানববন্ধন থেকে বলা হয় দেশে ধর্ষণ ও নারী শ্লীলতাহানীর ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে যা সভ্য সমাজের জন্য লজ্জার। নারী সমাজ একটি জাতির প্রাণ ও সৌন্দর্যের প্রতীক। অথচ তাদের নিরাপত্তা আজ বিঘ্নিত। অপরাধীরা শাস্তি না পাওয়ার কারনে এ ধরনের ঘটনা বাড়ছে। ধর্ষকদের আইনের ফাঁকফোকর গলে মুক্তি পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।
তারা বলেন, নারীদের জন্য কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহনসহ সব ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যৌন হয়রানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করা, নারীদের জন্য যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা এবং কর্মসংস্থানে যোগ্যতা অনুযায়ী নিরাপত্তা ও সমান সুযোগ প্রদান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রেখে নারীর স্বাধীনতা, মর্যাদা ও সম্পত্তিসহ মৌলিক অধিকার বাস্তবায়ন করা, সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাইবার নিরাপত্তা জোরদার করা, নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কাউন্সেলিং সুবিধা প্রদান।
মানববন্ধনে ভার্ড প্রোগ্রাম ম্যানাজার সাইদুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী ফেডারেশনের সভাপতি আনোয়ারা বেগম, ভার্ডের স্পন্সর শিশু, কিশোরী, ও যাদুকাটা সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোবারক হোসেন, সুশীল প্রোজেক্টের ম্যানাজার সহ অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
মন্তব্য