আলফাডাঙ্গায়  সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে বিজয় মিছিল 

  • কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর-১ আসনের  সাবেক সাংসদ  ও কৃষকদলের কেন্দ্রীয় সহ সভাপতি  খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় বিশাল এক  আনন্দ মিছিল  করেন  উপজেলা বিএনপি'র দলীয় নেতাকর্মীরা। 

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে  আলফাডাঙ্গা সদর বাজারের উপজেলা রোডে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের হয়। মিছিলটি  উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে  সমবেত হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,  ফরিদপুর-১ আসনের  সাবেক সাংসদ  ও কৃষকদলের কেন্দ্রীয় সহ সভাপতি  খন্দকার নাসিরুল ইসলাম।

এ সময় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির আহবায়ক রবিউল ইসলাম রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নূর জামান খসরু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্য সচিব ইস্রাফিল মোল্যা, উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক নেয়ামত পারভেজ,  প্রমুখসহ অনেকে উপস্থিত ছিলেন। 

এর পূর্বে উপজেলা শহীদ মিনারে বিজয় দিবসের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে  পুষ্পমাল্য অর্পণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য