জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সদরপুরে র‍্যালী ও আলোচনা সভা 

  • নুরুল ইসলাম, সদরপুর থেকে:
  • শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ ১২:১১:০০
  • কপি লিঙ্ক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
 বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫ টায় সদরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি কৃষ্ণপুর স্টান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হসপিটাল মোড় চত্বরে এসে একটি পথসভায় মিলিত হয়।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামানের সভাপতিত্বে ও তরিকুল ইসলাম কবির মোল্লা সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক রাজ্জাক খান, আবু সাইদ, আব্দর সাত্তার মিয়া, আবু জাফর, সদস্য মাসুদুর রহমান, নাজমুল শিকদার রাজু, যুবদল নেতা মোল্লা সোহেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা ভিপি মন্টু মোল্লা, কামাল মৃধা, নিশাত খালাসী, শেখ সুমন, ইকবাল মাহমুদ, এস এম সুজন, আবু জাফর। 

ছাত্রদল নেতা মোল্লা জাওয়াদ, নজরুল কবির নিরব, রুমন মাতুব্বর, মিজানুর রহমান সিনহা, কৃষকদলের ফরিদপুর জেলার যুগ্ন আহ্বায়ক মুন্সি জহুরুল হক, উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বাবুল, সদস্য সচিব আসাদ মৃধা, সেচ্ছাসেবক দল সদস্য সচিব সজল মাতুব্বর, শ্রমিক দলের সভাপতি ধলা মৃধা, সাধারণ সম্পাদক দেলোয়ার তালুকদার, মৎস্যজীবি দলের সদস্য সচিব রানা আহম্মেদ প্রমুখ।

এসময় ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতা আন্দোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে মুক্তকরে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে আনার বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য