ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের একটি খাল থেকে সরোয়ার শিকদার নামে একব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় জনগণের তথ্যভিত্তিতে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
সরোয়ার শিকদার ভাঙ্গা উপজেলায় চান্দ্রা ইউনিয়নের গোয়াল বেড়া গ্রামের মৃত জমির শিকদারের ছেলে। সকাল সাতটার দিকে তার মৃত উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, রাতের খাবার খেয়ে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন সরোয়ার শিকদার। বাড়ির লোকজন সম্ভাব্য সকল স্থানে তার খোঁজ করে। কিন্তু কোথাও তোকে খুঁজে না পেয়ে চরম উদ্বিগ্ন হয়ে ওঠেন।
সকালে পাচকুল কওমি মাদ্রাসার সামনে খালের ভিতর ভাসমান অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। লোকমুখে এমন খবর পেয়ে সরওয়ার শিকদারের পরিবারের লোকজন ঘটনাস্থল গিয়ে মৃতদেহ সনাক্ত করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর জেলা মর্গে পাঠায়।
মৃত সরোয়ারের মেয়ে শারমিন জানায় তার পিতা মানসিক ভাবে খুব দুর্বল ছিলেন। রাতের খাবার বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সকালে মাছ ধরার লোকজন তোর মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দিলে আমরা গিয়ে বাবার লাশ শনাক্ত করি।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত ) আবুল খায়ের শেখ জানান, খালের ভিতরে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় জনগণ পুলিশকে জানায়। খবর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বল তিনি জানান।
মন্তব্য