ভাঙ্গায় ৭ ডাকাত গ্রেপ্তারসহ চারটি ট্রাক  উদ্ধার 

  • নিজস্ব প্রতিবেদক
  • রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১০:১২:০০
  • কপি লিঙ্ক

ভাঙ্গায় পৃথক দুইটি ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এসময়  দেশীয় অস্ত্র, চারটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার রাতে পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করে আজ  রোববার তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। 

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার  শিবগাতি গ্রামের  সোহেল কাজী ও জাকির জুয়েল কাজী, কোটালীপাড়ার কান্দি গ্রামের  সাগর , ভাঙ্গা উপজেলার চান্দ্রা মুগডোবা গ্রামের পারভেজ মুন্সি শরীয়তপুরের গোসাইরহাটের ঢালিরহাটের আরাফাত হোসন, রাজৈর উপজেলার শংকরদী গ্রামের মেহেদী হাসান মৃধা ও ,কাশিয়ানী উপজেলার ঝোনাসুর গ্রামের ইউনুস শেখের ছেলে মিন্টু শেখ।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, ভাঙ্গার মাধবপুর ও চুমুরদী এলাকায় পৃথক দুটি ডাকাতির  ঘটনায় পুলিশ ডাকাতদের গ্রেপ্তারে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান পরিচালনা করতে থাকি।

শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় ভাঙ্গা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য