ভাঙ্গায় দুই মাস পর কবর থেকে লাশ উত্তোলন

  • ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ ০১:১০:০০
  • কপি লিঙ্ক

সারাদেশে চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের মধ্যে ফরিদপুর জেলার ভাঙ্গার মানিকদাহ ইউনিয়নের কাউয়াডাঙ্গা বামনকান্দা গ্রামের রেল রাস্তার  পশ্চিম পাড়া বিলের কচুরি পানা ভিতর থেকে রিমাজ শেখ নামে জনৈক যুবকের  লাশ উদ্ধার করা হয়। পুলিশের নিষ্ক্রিয়তায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয় মেরাজের। 

আজ থেকে প্রায় গত ২ মাস আগে ঘটনা। অবশেষে পারিবারিক অভিযোগের প্রেক্ষিতে গতকাল রোববার দুপুরে ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুমাস আগে মিরাজ পরিবার বিলের পানির থেকে লাশটি উদ্ধার করার পর লাশের পরিচয় সনাক্তকরণ করলেও বিনা ময়না তদন্তে ভাঙ্গা পৌর সদর এলাকার মাদানী নগর মডেল মাদ্রাসার কবরস্থানে তাকে দাফন করেন। পুলিশ মাদানি নগর কবরস্থান থেকে লাশ উত্তলোন করে জেলা সদর মর্গে পাঠিয়েছে।

নিহত পরিবার এ ঘটনায় ফরিদপুর বিজ্ঞ জেলা জজ আদালতে  অজ্ঞাত নামাদের আসামি করে একটি  মামলা দায়ের করেন। সেই মামলায় বিজ্ঞ জজ আদালতের  

নির্দেশে লাশের পরিচয় শনাক্তে ও  ময়নাতদন্ত জন্য  হতভাগ্য সেই রিমাজ শেখের লাশ ৬ অক্টোবর  সকাল ১০টার দিকে মাদানী নগর মাদ্রাসা মডেল  কবরস্থানে পুনঃরায় কবরস্থান থেকে উত্তোলন করে পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার এসআই কবির হোসেন মোল্লা। কবর থেকে রিমাজ শেখের  লাশ উত্তোলকালে শতশত উৎসুক জনতা কবরস্থান এলাকায় ভীড় জমে উঠে।

উল্লেখ্য মানিকদাহ ইউনিয়নের নাজিরপুর গ্রামের শেখ মান্নান ওরফে মুন্নু শেখের ছেলে  রিমাজ শেখ (৪৫)। গত ২ আগস্ট শুক্রবার দুপুরে ১টার দিকে  নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর সাড়ে ১টার দিকে ছোট ভাই ও তার মেয়ে ফোন করে রিমাজকে। তিনি ফোন রিসিভ করে বলেন আমি পুখুরিয়া বাস স্ট্যান্ডের আলাউদ্দিনের গরু  চামরার দোকানে বসে আছি। কিছু ক্ষন পর বাড়িতে ফিরে আসতেছি।

এরপর থেকে রিমাজ শেখের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাওয়ায় পরিবারের সদস্যদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। উদ বিঘ্নি হয়ে ওঠেন স্বজনরা। তারা বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি  করে তাকে কোথাও না পেয়ে এ বিষয়ে ভাঙ্গা থানায় (২ আগস্ট) একটি সাধারণ ডাইরি করেন।

অতঃপর ৫ আগস্ট  দুপুরের দিকে বিলে মধ্যে পাওয়া যায় রিমাজ শেখের লাশ। লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় ভাঙ্গা থানা পুলিশকে। দেশে ছাত্র আন্দোলনের কারণে পুলিশ উপস্থিত না থাকায় রিমাজ শেখের লাশ বিনা ময়না তদন্ত পৌর সদর মাদানী নগর মাদ্রাসা মডেল সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য