ভাঙ্গায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  • ভাঙ্গা প্রতিনিধি:
  • রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ ১১:১০:০০
  • কপি লিঙ্ক

দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা, র‍্যালী ও গুণী শিক্ষকদের সম্মানা প্রদান করা হয়েছে। এ সময় প্রধান অতিথি সেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কর্মকর্তা বিএম কুদরত এ খুদা।

ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দীন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ভাঙ্গার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন, ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা, সরকারি কে এম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী বাবু বিমল চন্দ্র প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে আটজন গুণী শিক্ষক কে,এম,কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, মাওলানা মোঃ গোলাম মওলা, পরিমল দত্ত, আবু বকর সিদ্দিক, সাহিদা আক্তার, বিমল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ও ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার সাবেক উপাধাক্ষ মাওলানা সিকান্দার হোসেনকে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানের আগে বিশ্বাস সব দিবস উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা পরিষদের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য