বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে ভাঙ্গা উপজেলা থানা পুলিশ জামে মসজিদে আয়োজিত আলোচনা সভার মধ্যে দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মাওলানা হাফিজুল ইসলাম সভাপতি ও মাওলানা নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার কমিটির ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি প্রধান অতিথি মাওলানা আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনয়র সহসভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা সুবাহান মাহবুব।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের।আল্লাহ পাক, রাসুল (স এর তরিকত এবং সুন্নাহর ভিত্তিতেতে বাংলাদেশ খেলাফত মজলিসের সকল কার্যক্রম পরিচালনা হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি।
মন্তব্য