ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটি (ওডিডিএস) ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে মোঃ জাকারিয়া এবং ইব্রাহীম খলিলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির মডারেটর নাহিদ হাসান রাসেল।
কমিটির সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার ফাহিম, সাংগঠনিক সম্পাদক হাবিব মো: ফারুক, দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ শারফিন, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক মোঃ আকিব হাসান। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন মোঃ তাজুল ইসলাম ও মোঃ ফাহিম খান
ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটিতে পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ২০১৭ সাল থেকে এই ডিবেটিং সোসাইটি পুরান ঢাকায় বিতর্কের চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এই ডিবেটিং সোসাইটির আওতায় ৬টি আন্তঃক্লাব বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এই সংগঠন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিতর্কের আওতায় আনতে স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
মন্তব্য