আলফাডাঙ্গায় শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

  • আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ০৯:১১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) রাতে সদর বাজারের কলেজ রোডে শ্রমিক ইউনিয়নের কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মাহমুদুল আহসান ইয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাইয়ুম শিকদার, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন প্রমুখ।

আলোচনা সভা শেষে এস এম মাহমুদুল আহসান ইয়াদকে পুণরায় সভাপতি ও মকিনুর শিকদারকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৬ জনকে উপদেষ্টা করে আগামী এক বছরের জন্য আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য