বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১০ টায় আদর্শ হাইস্কুলের হলরুমে ইমাম খতীবদের নিয়ে মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম, বিরামপুর উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, মঞ্জুরুল হক সরকার, পৌরসভা কর্মপরিষদ সদস্য ও তালীমুল কুরআন বিভাগের দায়িত্বশীল মাওলানা এহসানুল হক, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা মোজাফফর রহমান, উপাধ্যক্ষ মাওলানা একরামুল হক, মাওলানা ইয়াসিন আলী, মাওলানা গোলাম মোস্তফা ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। উক্ত সমাবেশে ৭ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ অমুসলিমদের জান মালের হিফাজতের জন্য আলিম উলামা, ইমাম ও খতীবদেরকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, ছাত্র, যুবক ও দেশবাসীর রক্তের বদলায় আল্লাহর জমীনে আল্লাহর দীন কায়িমের জন্য আয়িম্মায়ে মাসাজিদদেরকে যথাযথ ভূমিকা রাখতে হবে।
মন্তব্য