ভাঙ্গায় আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন

  • নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ১৫ জুন ২০২৪ ০২:০৬:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমানের বিরুদ্ধে একটি অনলাইন টিভিতে কুরুচিপূর্ণ ভিডিও ও বক্তব্যের প্রতিবাদে জানিয়ে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্চাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যেগে উপজেলা আইনজীবি সমিতির কার্যালয়ে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন ফাইজুর রহমান। তিনি বলেন, গত ১২ জুন অনলাইন রাজধানী টেলিভিশন তৃতীয় চোখ ক্রাইম রিপোর্ট নামে একটি অনলাইন টেলিভিশনে আমার বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট, অশ্লিল, ও কুরুচিপূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বর্জিত ভিডিও নিউজ ও বক্তব্যে প্রকাশ করা হয়েছে। আমি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এর তীব্র নিন্দা জানাচ্ছি। ডিভাইসের মাধ্যমে সুপার এডিট করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। আমার বিরুদ্ধে এটা রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে প্রশাসন ও সাংবাদিক সমাজের লেখার মাধ্যমে ঘটনার তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিচার দাবি করছি।

তিনি বলেন, আমি গত ২৫ বছর ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত শ্রমিক নেতা ছিলাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছি। অসহায় এবং গরীব মানুষের সেবা করেছি এবং এখন ও করছি। আমি অন্যায়ের সাথে কখন ও মাথা নত ও অন্যায়কে প্রশ্রয় দেই না বলে কিছু অসাধু লোক আমার সুনামকে ক্ষুন্ন করার জন্য মিথ্যা, বানোয়াট, আমার কন্ঠ এডিড করে সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই।

তিনি আরও বলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ব্রামনকান্দা গ্রামের সালমান মুন্সী তুহিন দির্ঘদিন ধরে মাদক হিরোইন এবং জমির দালালি করে বিভিন্ন সময়ে মানুষকে হয়রানি করেছেন। অনেকের অভিযোগের কারণে আমি মিমাংসার জন্য সালমান মুন্সী তুহিনের কাছে গেলে সে অনেক সময় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার নামে একটি গুম মামলা দেন। পরবর্তীতে আমি সাংবাদিক (আপনাদের নিয়ে সংবাদ সন্মেলন করি এবং আপনাদের সহযোগিতায় এবং পুলিশ প্রশাসন সেই গুম হওয়া বসালমান মুন্সী সালমানকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আমি মামলা থেকে অব্যহতি পাই। এবার ও আমি আপনাদের কাছে (সাংবাদিক) ভাইদের কাছে বিচার দিলাম। যারা এই কাজের সাথে এবং ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের শাস্তির দাবি করছি।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কামাল মিয়া, সিএম শামীম, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা রাজিবুল হাসান বাবু, আবুল কাশেম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য