শিবচরে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সবার নামেই দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
রোববার দিবাগত রাতে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকা থেকে ওই ডাকাত সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ডাকাত সদস্যদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ধারালো ছেনদা, লোহার তৈরি ছোরা, স্টিলের পাতের কুড়াল, এসএস পাইপ, লোহার রড, স্টিলের স্লাইরেঞ্জ জব্দ করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকায় ধলু ডাকাতের নেতৃত্বে ১০ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে শিবচর থানা পুলিশের একাধিক টিম কাঠালবাড়ী এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সর্দার ধলু জমাদ্দার, আরব আলী হাওলাদারসহ বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে ৬ ডাকাত সদস্যকে আটক করে। পুলিশ এসময় ডাকাতদের বহনকারী ভ্যানের তলায় তৈরিকৃত অভিনব পকেট থেকে রাম দা, ড্যাগার, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রাদি ও তালা কলাপশিকল গেট কাটার সামগ্রী উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের নামে বেশকয়েকটি জেলায় ডাকাতির মামলাও রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী জেলার বাঘা থানার দেবত্তর বিনোবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাহাবুবুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানার জসলদিয়া গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে আবুল কালাম কাজী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের জুলহাস বেপারী কান্দি গ্রামের জিলু হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার, একই এলাকার সাহেব আলী বেপারী কান্দি গ্রামের সুরুজ হাওলাদারের ছেলে সুখচান হাওলাদার, কাঠালবাড়ী জুলহাস বেপারী কান্দি গ্রামের আরব আলী হাওলাদারের ছেলে আকাশ ওরফে আরিফ হাওলাদার ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নুরপুর গ্রামের টুকু বেপারীর ছেলে মশিউর বেপারী।
শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ডাকাতদল অস্ত্রগুলো ভ্যানের নীচে কৌশলে পকেট করে রেখে দিয়েছিল। ডাকাতদল সম্প্রতি শিবচরসহ আশেপাশের উপজেলায় ডাকাতি করে আসছিল।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৬সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে আদালতের প্রেরণ করা হয়েছে।
মন্তব্য