ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে প্রষ্পমাল্য অর্পণ, উপজেলা দরবার হলে আলোচনা সভা, বন্ধবন্ধুর ছবি অঙ্কন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ ও সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা দরবার হলে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেলের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফয়সল, মাধ্যমিক কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এ গফ্ফার মিয়া, ডেপুটি কমান্ডার মোশাররফ হোসেন মিয়াসহ সরকারী কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
মন্তব্য