রাজশাহীতে নৌকাডুবি : নিখোঁজ দুই শিক্ষার্থী উদ্ধার হয়নি

  • ডেস্ক
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৪:০৭:০০
  • কপি লিঙ্ক

রাজশাহীতে নৌকাডুবির ঘটনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীসহ দুজন নিখোঁজ রয়েছেন। এই নৌকাডুবির ঘটনা ১১ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার জের ধরে নৌকার দুই মালিকসহ মাঝির বিরুদ্ধে নৌ-পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আজ শনিবার মামলাটি দায়ের করা হবে।

নিখোঁজ দুই জনের মধ্যে একজন হলেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিবিএ-এর তৃতীয় বিভাগের শিক্ষার্থী সূচনা (২০) ও অস্টম শ্রেণির শিক্ষার্থী রিমন হোসেন (১৪)। তাদের খোঁজে সকাল থেকেই ডুবরিরা উদ্ধারকাজ করছেন। তবে দুপুর পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি।

এর আগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবার উপজেলার সোনাইকান্দি পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে বেড়াতে গিয়ে বিকেলে পদ্মায় নৌকা ভ্রমণের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠে ১৩ জন। তবে বিকেল সাড়ে ৫টার দিকে নৌকাটি পদ্মার সোনাইকান্দি এলাকায় ডুবে যায়।

এ সময় স্থানীয়রা নৌকা যোগে ও সাঁতরে তীরে এসে সাত জনকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ফায়ার সার্ভিসের সদস্যরা আরো চারজনকে জীবিত উদ্ধার করে। বাকি দুই জন এখনো নিখোঁজ রয়েছে।

রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন বলেন, শুক্রবার একই পরিবারের ১৩ জন যাত্রী নিয়ে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা পদ্মা নদীতে ঘুরছিল। এ সময় নদীতে ডুবে যায়। এর মধ্যে দুজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি বলেন, এ ছাড়া উদ্ধারকৃতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য