নারী এশিয়া কাপের ম্যাচে আজ মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও মালয়েশিয়া। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এবারের আসরে এটি বাংলাদেশের তৃতীয় ম্যাচ। থাইল্যান্ডকে ৯ উইকেটের হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ।
তবে ধাক্কা খায় দ্বিতীয় ম্যাচে। পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে যায় তারা।
বাংলাদেশ একাদশ : শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, রিতু মনি, নাহিদা আকতার, মুরশিদা খাতুন, ফাহিমা খাতুন, সানজিদা আকতার ও ফারিহা তৃষ্ণা।
মন্তব্য