নারী এশিয়া কাপ : টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • অনলাইন
  • শনিবার, ০১ অক্টোবর ২০২২ ০৯:১০:০০
  • কপি লিঙ্ক

এশিয়ার নারী ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার অভিযানে প্রথম দিনেই মাঠে নেমেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সকাল ৯টায় শুরু হয় খেলা।

সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১৫ অক্টোবর। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টায় হবে দিনের প্রথম খেলা আর দ্বিতীয়টি দুপুর দেড়টায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ার ক্রিকেটে নারীদের সবচেয়ে বড় এ ইভেন্টের খেলা বিনা টিকিটে মাঠে বসে দেখতে পারবেন দর্শকরা।
২০১৮ সালে টুর্নামেন্টের সর্বশেষ আসরে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ দল। সিলেটে তাই শিরোপা ধরে রাখাই মূল চ্যালেঞ্জ হবে স্বাগতিকদের জন্য।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য