সাংবাদিক সোহেল সানির শতবছর বয়সী নানীর ইন্তেকাল 

বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক সোহেল সানির প্রায় শতবছর বয়সী নানী কোহিনূর বেগম ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

অবিশ্বাস্য হলেও সত্য যে, বার্ধক্যজনিত তেমন কোনো রোগভোগ করতে হয়নি তাঁকে। সম্প্রতি ছোট মেয়ে হাসিনার মৃত্যু তাঁকে শোকবিহ্বল করে তোলে।

দিনকয়েক আগে বড় মেয়ে আছিয়া বেগম (সোহেল সানির মা) অসুস্থ হয়ে পড়লে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

পুরোদস্তুর সুস্থ কোহিনূর বেগম আজ নিজহাতে সকালের নাস্তা তৈরি করছিলেন। আকষ্মিক অসুস্থবোধ করলে নিজেই শয়নকক্ষে গিয়ে বিছানায় শুয়ে পড়েন। সকাল ১১টার দিকে তাঁকে ডাকাডাকি করে সজাগ করা যায়নি।

ধারণা করা হয়, আজ ঘুমের ঘোরে হার্টঅ্যাটাকে তাঁর মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য