সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

  • অনলাইন
  • শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০১:০২:০০
  • কপি লিঙ্ক

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে অগ্নিসংযোগসহ জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের খরমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রাত ৮টার দিকে বুলডোজার নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ বিক্ষুদ্ধ ছাত্র-জনতা স্টেশন রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে বুলডোজার দিয়ে কার্যালয় ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করে। সেখান থেকে ছাত্র-জনতা খরমপট্টি এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে গিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ সময় নিরাপত্তার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া আজ সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা মোড়ে শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল খচিত ভাস্কর্য্য ‘চেতনা-৭১’ বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে স্থানীয়রা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গণমাধ্যমকে বলেছেন, গত জুলাই-আগস্টে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার পর তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতা ছেড়ে ভারতে গিয়েও হাসিনা দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছেন। তাই কিশোরগঞ্জে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা হবে না।

বাংলাদেশ জমিন/সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য