অপারেশন কার্যক্রম পরিচালনাকালে

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে তিন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • বুধবার, ০৫ অক্টোবর ২০২২ ১২:১০:০০
  • কপি লিঙ্ক

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ অপারেশন কার্যক্রম পরিচালনাকালে তিনজন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।

০৩ অক্টোবর (সোমবার) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ স্থানীয় সময় রাত ৮টা ৩৫ ঘটিকায় (বাংলাদেশ সময় ০৪ অক্টোবর ০১:৩৫ ঘটিকায়) জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এর অপারেশন কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়। এতেি তিনজন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং একজন গুরুতর আহত হন। 

নিহত শান্তিরক্ষীরা হলেন-  সৈনিক জসিম উদ্দিন (৩১) , সৈনিক জাহাংগীর আলম (২৬) এবং সৈনিক শরিফ হোসেন (২৬)। টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হন। শাহাদাৎবরণকারী সেনাসদস্যদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে। 

উল্লেখ্য, জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য