বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ইস্যুতে যা দেখতে চায় যুক্তরাষ্ট্র

  • অনলাইন
  • শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ ০৯:১১:০০
  • কপি লিঙ্ক

যুক্তরাষ্ট্র বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চায় বলে স্পষ্টভাবে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি যেকোনো হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার ব্যাপারটিও দেখতে চায় তারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ম্যাথিউ মিলার বলেন, ‘আগেও এ বিষয়ে আমরা আলোচনা করেছি। বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা স্পষ্ট করে বলেছি, ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চাই। যেকোনো ধরনের হামলার জন্য দায়ী ব্যক্তিদের বাংলাদেশের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনা দেখতে চাই।’

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, বিশ্বের অন্য যেকোনো রাষ্ট্রের ক্ষেত্রেই এই অবস্থান যুক্তরাষ্ট্রের।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য