ইসরায়েলি সামরিক বাহিনী বলছে ইরান তাদের দেশের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করে বলেছে, ইরানের সামরিক বাহিনী ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নাগরিকদের এক সতর্কবার্তায় বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একটি সুরক্ষিত স্থানে থাকার জন্য নাগরিকদের অনুরোধ করা হচ্ছে। যে বিস্ফোরণ তারা শুনতে পাচ্ছেন, তা আটকে দেওয়া বা পড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র থেকে আসছে।
রয়টার্সের প্রকাশিত কিছু ছবি প্রকাশ করে বিবিসি জানিয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানের জাতীয় টেলিভেশন বলা হয়েছে, ইসরায়েলকে উদ্দেশ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও ইসরায়েল দাবি করছে, দেড়শ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর গতকাল লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের প্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান।
মন্তব্য