নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক মো. জিদান ও হাসপাতালের দালাল ইকবাল হোসেনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।
হাসপাতাল সূত্রে জানা যায়, খানপুর হাসপাতালে জিদান দীর্ঘদিন ধরে স্টাফদের হুমকি দিয়ে অনৈতিক সুবিধা আদায় করছিলেন এবং হাসপাতালের অভ্যন্তরে ইয়াবা বিক্রির সাথে জড়িত ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এমএ বাশার বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। তাদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বলে জানতে পেরেছি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, জিদান বাড়িঘরে রং ও ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতো। আন্দোলন চলাকালে সে ছররা গুলিতে আহত হয়েছিল। এরপর থেকেই সে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালে দালালি ও স্টাফদের হুমকি দিয়ে সুবিধা আদায় করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, জিদান জেলা কমিটির সংগঠক ছিল। তাকে আটকের বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছি। সেই সাথে আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি।
সূত্র: চ্যানেল টুয়েন্টিফোর
মন্তব্য