ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌরসদর এলাকার পশ্চিম হাসামদিয়া মহাসড়কের কৃষি মার্কেট এলাকার মক্কা হোটেলের সামনে একটি মোটরসাইকেল তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার ও চালক এসএম আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় বিভাগীয় পরিদর্শক তমিজ উদ্দিনের নেতৃত্বে মোহাম্মদ আলী, হাসান আল মামুনসহ মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্যরা অংশ করে।
সূত্র জানায় গোপন খবরের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা জানতে পারে ঝিনাইদহ জেলার রতনহাট এলাকার মৃত আবু সুলতানের ছেলে মোটরসাইকেল করে মাদকদ্রব্যর একটা চালান নিয়ে ভাঙ্গায় আসছে।
এ খবরের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা ভাঙ্গা ফরিদপুর মহাসড়কের এক্স প্রেস ওয়ের সামনে অবস্থান নিয়ে মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার ও চালকসহ মোটরসাইকেল আটক করা হয়।
পরে ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের সংশোধন ২০২০ ধারার ১৪ (গ) ৩৮ ধারায় মামলা দায়ের করার পর উদ্ধারকৃত মালামালসহ আসামিকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়।
মন্তব্য