ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি ফরিদপুর জেলার ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্যে বিকেল তিনটায় ভাঙ্গা উপজেলা ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়াম চত্বর থেকে বিএনপি'র সভাপতি ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানে ০ আয়ুব মোল্লার নেতৃত্বে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে র্যালি বের করা হয়। পরে পৌরসদ এলাকার খন্দকার টাওয়ারে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা বিএনপি'র উদ্যোগে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম। ভাঙ্গা পৌর বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আশরাফ নাননু।
ভাঙ্গা পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান পান্না ও সাধারণ সম্পাদক মুন্সি মনিরুজ্জামান ও কাজী বিল্লাল, মিজানুর রহমান, আলম মুন্সি, এমও এম তৈমুর লং এর নেতৃত্বে মধ্য হাসামদিয়া চাতাল এলাকায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিপ্লব ও সংহতি দিবসের আয়োজন হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের নেতা সহিদুল ইসলাম বাবুলের পক্ষে স্থানীয় কৃষক দলের নেতৃবৃন্দ আলোচনা সভা এবং কেন্দ্রীয় জাসাস নেত্রী শায়লার নেতৃত্বে তারপক্ষে নেতাকর্মী ও সমর্থকরা এবং উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন কর।এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফের মেয়ে জামাতা বিশিষ্ট শিল্পপতি এম এম হুসাইন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সংহতি প্রকাশসহ ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এবং আমজনতাকে ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে যাতে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে খন্দকার ইকবাল হোসেন ছেলে মেয়ের নেতৃত্বে মানা পৌরসভার সহ ভারতীয় ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে শতশত বিএনপি নেতা কর্মীরা ব্যানার নিয়ে মিছিল সহকারে ডাক্তার কাজী আবু ইউসু স্টেডিয়াম মাঠে এসে জড়ো হয়। পরে জাতীয় যুব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগ আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য