বিশ্বম্ভরপুরে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু 

  • সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৯:০০
  • কপি লিঙ্ক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে হাওরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো, উপজেলার রাধানগর গ্রামের ময়না মিয়ার ছেলে মেহেদী হাসন (৮) ও বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা গ্রামের ফজলুল হকের ছেলে ইউনুস মিয়া (৭)। দুই শিশুর এমন মৃত্যুতে তাদের  পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

জানা যায়, গতকাল শনিবার সাড়ে ১২ টার দিকে  বিশ্বম্ভরপুর বাজার মসজিদ সংলগ্ন হাওরের ঘাটে ডুবে সবার অজান্তে দুই শিশু নিখোঁজ হয়। পরে নিখোজের পরিবার সহ প্রতিবেশিরা খোঁজাখুজি করে হাওর থেকে তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুই শিশুকে মৃত্যু ঘোষণা করেন। 

স্থানীয়রা ধারণা করছেন, এক শিশুকে বাঁচা গিয়ে আরেক শিশু সহ দুই শিশুই এক সঙ্গে মারা গেছে। 

এদিকে, শনিবার দুইটার দিকে বজ্রপাতে এমদাদুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মুক্তিখলা গ্রামের ফরজ আলীর ছেলে। 

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাওসার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশু পানিতে ডুবে মারা গেছে এবং এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য