সাদুল্ল্যাপুরে অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • গাইবান্ধা প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৯:০০
  • কপি লিঙ্ক

অটো চার্জ দিতে গিয়ে গাইবান্ধার সাদুল্ল্যাপুরে আজ বৃহস্পতিবার সকালে স্বামী- স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। সাদুল্ল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলা মন্ডলের বাজার এলাকায় তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়,আজ সকালে অটোচালক স্বামী বিধান চন্দ্র নিজের বাড়িতে অটোর ব্যাটারীতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে চার্জ দিতে যায়।

এ সময় বিদ্যুতের সংযোগ তার শরীরে স্পর্শ করলে সে ঘটনাস্থলে চিৎকার দিয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে স্ত্রী কমলা রানী স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পষ্ঠ হয়ে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে সাদুল্ল্যাপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অটো চার্জ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য