ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ গ্রামের আলাউদ্দিন মাষ্টারের বাড়ির সামনে থেকে ৪ কেজি গাঁজা সহ ব্যবসায়ী রাজু বেপারী ( ৩৩) কে আটক করেছে ফরিদপুরের ডি বি পুলিশ। আটককৃত রাজু একই ইউনিয়নের গিয়াশ উদ্দীন বেপারির কান্দি গ্রামের মৃত আজাহার বেপারির পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ডিবি পুলিশের একটি চৌকস দল ১০ জুলাই বুধবার রাতে চরমানাইর ইউনিয়নের আলাউদ্দিন মাষ্টারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৪ কেজি গাঁজা সহ ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত ব্যবসায়ী রাজুকে আটক করে ডিবি পুলিশ। আটককৃত রাজু দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসায়ীর সাথে জড়িত থেকে পার্শ্ববর্তী উপজেলা সহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। এলাকাবাসী জানান রাজু মাদক ব্যবসা করে নিজ বাড়িতে আলিশান বাড়ি নির্মাণ করা ছাড়াও অনেক সম্পদের মালিক হয়েছে। এ ছাড়াও রাজুর বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। এই ব্যাপারে পুলিশ পরিদর্শক অপূর্ব কুমার বাইন বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬( ১) সারনির ১৯( ক) ধারায় মামলা দায়ের করেছেন। চরমানাইর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন মাদক দেশ ও জাতির শত্রু। আমার ইউনিয়নে মাদকের জিরো টলারেন্স ঘোষণা করেছি।
মন্তব্য