গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

  • গাইবান্ধা প্রতিনিধি:
  • রবিবার, ২৩ জুন ২০২৪ ১০:০৬:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধায় লোকাল ট্রেনে কাটা পড়ে গৃহবধূ মৃত্যু  হয়েছে। আজ  রবিবার সন্ধ্যা ৬ টার দিকে  শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীরা  জানায়,বগুড়া থেকে গাইবান্ধা ছেড়ে আসা লোকাল ট্রেনটি স্টেডিয়াম এলাকায় সে লাইনের উপর দুহাত ছেড়ে দাঁড়িয়ে যায়।পরে ট্রেনটি তাকে ধাক্কা দিলে সে সেই খানে পরে যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।   তার পরণে ছিল লাল শাড়ি ও হাতে একটি মুঠোফোন। 

গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, ট্রেনটি বগুড়া থেকে গাইবান্ধা মুখে আসছিল এরপরই এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ছিল একটি লোকাল ট্রেন। এখনো পর্যন্ত কোন আত্মীয়-স্বজন যোগাযোগ করেনি এজন্য কোন নাম ঠিকানা পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য