নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ১৪ জুন ২০২৪ ০২:০৬:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনের বিজয় আনন্দে প্রতিপক্ষের উপর  ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশের রাস্তা বন্ধ করে দিলেন পুলিশের সাবেক একজন ওসি। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উপজেলার আলগী ইউনিয়নের নগর মানিকদি গ্রামে।

গত মে মাসে অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ওসি গিয়াস উদ্দিন আরজু (সাবেক ওসি) এলাকায় দোয়াত কলম মার্কার প্রার্থীর পক্ষে বিজয় অর্জন এবং তার বিপক্ষের লোকজন ঘোড়া মার্কায় সমর্থন দিয়ে পরাজিত হয়। 

নিজের পক্ষের প্রার্থী   উপজেলা চেয়ারম্যান বিজয় হতেই নিজের বাড়ির সংলগ্ন যাতায়াতের রাস্তাটি বাশ দিয়ে বন্ধ করে দেন সাবেক ওসি গিয়াস উদ্দিন আরজু। পুলিশের সাবেক একজন ওসির এমন অমানবিক কর্মকাণ্ডে একদিকে হতবাক এলাকাবাসী অন্য দিকে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে  গ্রামবাসী। ভয়ে কেউ মুখ না খুললেও এনিয়ে চলছে শীতল উত্তেজনা।

গ্রামবাসী সুত্রে জানা গেছে, পুলিশের চাকুরী থেকে অবসরে এসে ওসি গিয়াস উদ্দিন আরজু পরিবার পরিজন নিয়ে গ্রামে বসবাস শুরু করে। রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করার পর থেকে জমিজমা সংক্রান্ত বিষয়সহ রাজনৈতিক দ্বন্ধ সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। বিভিন্ন সময়ে সংঘাতে জড়িয়ে পড়ার  পাশাপাশি দুর্বল মানুষের উপর জুলুম অত্যাচারের ফলে একজন পুলিশ অফিসার হিসেবে মানুষের কাছে তার পুলিশী চিত্র ফুটে উঠে।

সম্প্রতি গত ২৯ মে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচননের পরের দিন ওসি গিয়াস উদ্দিন আরজু জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।তার এহেন অমানবিক চেতনায় সাধারণ মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে বেশ ভিন্নধারণার সৃষ্টি হচ্ছে। কেউ কেউ বলছেন পুলিশে কর্মরত অবস্থায় অনৈতিক উপয়ায়ে অর্জিত অর্থের দাপটেই পুলিশের সাবেক এই অফিসার গ্রামের সাধারণ মানুষের সাথে সব সময় অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। বিষয়টি পুলিশের উপরস্থ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। 

এ বিষয়ে সাবেক ওসি গিয়াস উদ্দিন আরজু সাংবাদিকদের বলেন, আমার জায়গায় আমি পথ দিয়েছিলাম জনগণকের সুবিধার জন্য। কিন্ত এখন আমার দরকার তাই বাশ দিয়ে বন্ধ করে দিয়েছি। তবে জনগণ চলতে কোন সমস্যা হবে না শুধু ভ্যানগাড়ি চলতে পারবে না বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য