পাংশায় ৭৩ কেজি জাটকা জব্দ ও পাঁচ হাজার টাকা জরিমানা

  • পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :
  • শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১২:০৩:০০
  • কপি লিঙ্ক

জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ (১১—১৭ মার্চ) বাস্তবায়ন উপলক্ষ্যে রাজবাড়ীর পাংশায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭৩ কেজি জাটকা জব্দ করা একজন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা মরিমান আদায় করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়বাজার ও মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল। 

এ সময় পাংশা পৌর শহরের কালিবাড়ী মোড় বড় বাজার থেকে ৫৬ কেজি জাটকা ও উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া বাজার থেকে ১৭ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত ৭৩ কেজি অবৈধ জাটকা মাছ স্থানীয় চারটি এতিমখানা ও মাদ্রাসাতে বিতরণ করা হয়। এ সময় পৌর শহরের বড় বাজারের ভাই ভাই মৎস্য আড়তের সত্তাধিকারী মো. লুৎফর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা য় সহযোগীতা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ ও পাংশা মডেল থানার পুলিশের সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য