সদরপুরে বিএডিসির নকল লোগোযুক্ত ধানের বীজ বিক্রয়ের দায়ে জরিমানা 

  • সদরপুর অফিস:
  • বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ০৭:১১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে বিএডিসির নকল লোগোযুক্ত ধান বীজ বিক্রয়ের অপরাধে আঃ গফফার মিয়া এবং ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে ধান বীজ বিক্রয়ের অপরাধে বাবুল কুমার সাহা নামের দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১ টায় স্থানীয় সাড়ে সাত রশি বাজারে ভ্রাম্যমান আদালত চলাকালে এ দন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।

জানা যায়, সাড়ে সাতরশি বাজারের ব্যবসায়ী আঃ গফফার বিএডিসির নকল ধান বীজ বিক্রয় করছিলেন, এ খবর পেয়ে ভ্রাম্যমান আদালত দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৬ বস্তা বিএডিসির নকল লোগোযুক্ত ধান বীজসহ হাতেনাতে ধরে ফেলে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক তাকে ১০ হাজার টাকা জরিমানা করে এবং ৬ বস্তা নকল ধানবীজ জব্দ করে। একই সময়ে একই বাজারে বাবুল কুমার সাহাকে ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্যে ধান বীজ বিক্রয়ের অপরাধে ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০৮ বস্তা ধান বীজ জব্দ করা হয়।  

অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় সহ প্রশাসনের কর্মকর্তা,পুলিশ, গণমাধ্যম কর্মী বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন জব্দকৃত ধান বীজ অকসনের মাধ্যমে কৃষকদের মধ্যে বিক্রয় করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য