ভাঙ্গায় অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার, অপহরণকারী আটক

  • অনলাইন
  • শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ০৬:১০:০০
  • কপি লিঙ্ক

অপহরণের সাড়ে ৪ মাস পর ফরিদপুরের ভাঙ্গার এক স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারীকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে রূপনগর এলাকা থেকে উদ্ধার করা হয়। আটক যুবকের নাম সজিব শেখ (২০)।

তার বাড়ি ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের সিংগারিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী (১৫) ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনো করে। গত ৬ জুন বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বখাটেরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে খুঁজে না পেয়ে ছাত্রীর মা ভাঙ্গা থানায় বখাটে সজীবসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, গত ৬ জুন স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রী অপহরণ হয়। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করেন। প্রায় সাড়ে ৪ মাস পর শুক্রবার ঢাকার রূপনগর থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী সজীব শেখকে আটক করা হয়েছে।

দুজনকে ভাঙ্গা থানায় রাখা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।
 
হামিরদী ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান মাতুব্বর বলেন, সিংগারিয়া গ্রামের সজীবকে স্কুলছাত্রী অপহরণের দায়ে পুলিশ আটক করেছে বলে শুনেছি। মেয়েটিকে শুক্রবার দুপুরে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য