চুনারুঘাটের চান্দপুর এলাকায় পুলিশের অভিযানে সেগুন গাছসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত বুধবার ভোররাতে চুনারুঘাট থানা পুলিশের এসআই মোল্লা রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় পিকআপ ভ্যান ভর্তি চোরাইকৃত গাছ উদ্ধার করা হয়।
আটককৃতরা হল- উপজেলার চন্দনা গ্রামের হাজী মো. আঃ হাইর ছেলে লিটন মিয়া (৩৮), মমিনপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে মো. রমিজ আলী (৩৯) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার ছতুরা (চাঁনপুর) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫৫)।
পুলিশ জানায়, উল্লেখিত সময় সাতছড়ি থেকে একটি পিকআপ ভ্যান গাছ নিয়ে পৌরসভার দিকে রওয়ানা দেয়। এ সময় পিকআপ ভ্যানের সামনে একটি মোটরসাইকেল পাহাড়া দেয়। বিষয়টি দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চান্দপুর এলাকার আশরাফ মিয়ার ‘স’ মিলের ভিতরে মোটর সাইকেল এবং পিকআপ গাড়িটি সেগুন গাছের গোলের টুকরো নামাতে শুরু করে। এ সময় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে এবং গাছ ব্যবহৃত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা সাতছড়ি বনাঞ্চল থেকে সেগুন গাছ গুলো চুরি করেছে বলে স্বীকার করেছে। এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য