নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৪৮ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। শনিবার (২২ জুলাই) সকালের দিকে তাদের আটক করা হয়।
দুপুরে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ফারজানা হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটকরা হলেন- মো. নাসির (৩২), তার সহযোগী চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. আবু বক্করের ছেলে মো. আজিজুল (৩২) ও রাজশাহী জেলার মো. মনিরুল ইসলামের ছেলে মো. সাগর আলী (১৯)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটকরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ট্রাকের মাধ্যমে মাদক বহন করে নিজেদের হেফাজতে রেখে পরবর্তীকালে সেগুলো অভিনব পদ্ধতিতে ট্রাকের কেবিনের ভেতরে বস্তায় ভরে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
মন্তব্য