কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

  • অনলাইন
  • শুক্রবার, ২২ জুলাই ২০২২ ০৩:০৭:০০
  • কপি লিঙ্ক

কবরস্থান থেকে হঠাৎ করে ভেসে আসে নবজাতকের কান্নার শব্দ। স্থানীয়দের মধ্যে তখন হৈচৈ পড়ে যায়! অনেকে আবার আতঙ্কিত হয়ে পড়ে। তখন সবাই মিলে এগিয়ে গিয়ে দেখতে পান, কবরস্থানে এক নবজাতককে কে বা কারা ফেলে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিমপুর এলাকায়। ওই নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী।

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, উদ্ধারের পর নবজাতকটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থতার জন্য সবই করা হচ্ছে।

তিনি বলেন, ‘প্রয়োজনে এই নবজাতক আমার সন্তানের পরিচয়ে বড় হবে।’

ঘটনার বিষয়ে কবরস্থানের পাশে থাকা বাসিন্দা তাছলিমা আক্তার বলেন, ‘হঠাৎ করে কান্না শুনে আমরা এগিয়ে যাই। দেখি, কবরস্থানে এক নবজাতককে ফেলে রাখা হয়েছে। পরে সবাই মিলে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেই।’

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার এএসআই সোহেল আহমদ বলেন, ওই নবজাতক বর্তমানে হাসপাতালে আছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবগত করা হয়েছে। তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য