সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি কৃষিবীদ শাহদাব আকবার লাবু চৌধুরীর নির্দেশে ও ফরিদপুরের সালথায় যুবলীগের খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগ নেতা সিয়াম হোসেনের উদ্যেগে সোমবার সকালে উপজেলার রায়েরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একশ কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, বাকি বিল্লাহ, আমীন খন্দকার প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণকালে মো. শওকত হোসেন মুকুল বলেন, করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে সালথা উপজেলা যুবলীগের পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
মন্তব্য