পাবনার শপিংমল ও দোকানপাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা 

  • আলাউদ্দিন হোসেন,পাবনা:
  • সোমবার, ১৮ মে ২০২০ ০৭:৩৫:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ১৮-০৫-২০ ইং তারিখ হতে ঔষুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জরুরি সেবা ব্যতীত জেলা এবং উপজেলা পর্যায়ের সকল দোকানপাট ও শপিংমলসমূহ এবং আন্ত উপজেলা যানবাহন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। 

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। তবে, চিকিৎসা সংক্রান্ত জরুরি সেবা সর্বাক্ষনিক খোলা থাকবে। 

এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্য পরিবহনের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে গত-১১ মে জেলার দোকানপাট ও শপিংমলগুলো দেয়া হয়।

স্বাস্থ্যবিধি না মেনে শপিংমলগুলোতে উপচে পড়া ভীড় জমার কারণে সোমবার দুপুরে জেলা প্রশাসক কবীর মাহমুদ এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ জারি করেন। 

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য