মহানবী (সা.) যেসব খাবার পছন্দ করতেন!

  • ডেস্ক
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ১২:৪২:০০
  • কপি লিঙ্ক

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) যেসব খাবার গ্রহণ করেছেন, সেগুলো ছিল পুষ্টিগুণে সমৃদ্ধ ও স্বাস্থ্যসম্মত। বিজ্ঞানের গবেষণায় বিমূর্ত হচ্ছে রাসুল (সা.) এর খাবারগুলোর গুণাগুণ ও মানবদেহের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা। নিচে সেসব খাবার সম্পর্কে আলোচনা করা হলো।

ঘি মাখা রুটি, দুধ, খেজুর, কিশমিশ, পনির, মাখন, মিঠাই ও মধু, সারিদ, সিরকা, তরমুজ ও শসা, খরগোশের গোশত, খাসির পায়া, মোরগ, লাউ, জলপাই, সামুদ্রিক মাছ

 মহানবী (সা.) সাগরের পছন্দ করতেন। এ বিষয়ে আবু উবায়দা ইবনুল জাররাহ (রা.)-এর একটি দীর্ঘ হাদিস আছে। বিভিন্ন বর্ণনায় রয়েছে, রাসুল (সা.) মরুভূমির এক প্রকার পাখির গোশত, মাশরুম, বার্লি, গাজর-ডুমুর, আঙুর, ভিনেগার, ডালিম ইত্যাদি পছন্দ করতেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য