ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লাফালাফি করার কিছু নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার রুমে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ট্রাম্প ইস্যুতে লাফালাফি করার কিছু নেই। বাইরের কোনো দেশ এসে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠা করে যেতে পারে না।
তিনি বলেন, ফ্যাসিস্টদের দোসররা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাই জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তা করেছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে দেশের জনগণ।
সড়ক দুর্ঘটনায় নিহত আরিফুল ইসলাম আরিফ এবং সৌভিক করিম অর্জুনের স্মৃতিচারণ করে জোনায়েদ সাকি বলেন, প্রতিভাবান দুইজন যুবককে আমরা হারিয়েছি। যার দায় রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো কখনই এড়াতে পারে না।
সড়ক দুর্ঘটনায় এমন বহু প্রতিভাবান সম্ভাবনাময় তরুণ ও যুবকদের আমরা হারিয়েছি, হারাচ্ছি বলেও জানান তিনি।
মন্তব্য