আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে : তথ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ০৮:১০:০০
  • কপি লিঙ্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী ১০০ দিন দেশ পাহারা দিয়ে হবে। ক্ষমতার জন্য নয়, কেউ যাতে দেশ করতে না পারে তাই পাহারা দিতে হবে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলার সিভিল এভিয়েশন মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) বিদেশিদের কাছে ছুটে যায়। এখানে ফিসফাস করে লাভ নাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। তবে আমরা কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করি না। জননেত্রী শেখ হাসিনার শক্তি জনগণ।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়ায় তাদের হাতে দেশটাকে তুলে দিতে পারি না। দেশের মানুষও মনে হয় এমন ভুল করনে না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। গত ৭ অক্টোবর (শনিবার) এই সমাবেশ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য