বিএনপি কার্যালয়ের মূল ফটকে তালা, পুলিশের সশস্ত্র অবস্থান

  • অনলাইন
  • মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১১:১০:০০
  • কপি লিঙ্ক

আজ মঙ্গলবার থেকে শুরু হলো বিএনপির তিন দিনের অবরোধ। অবরোধের প্রথম দিনে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। এদিকে, ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে।

কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি।

কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এমন চিত্র দেখা গেছে। তবে আজ কার্যালয় চত্বরে ‘ক্রাইম সিন’ লেখা বেষ্টনী দেখা যায়নি। ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির কর্মীদের সংঘর্ষের পর এই চত্বরকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছিল। গতকাল বিকেলেও ওই বেষ্টনী ছিল।

এদিকে, নয়াপল্টনের আশপাশ এলাকায় বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। জানা গেছে, বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য