চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান হলেন আনোয়ার আলী

  • নিজস্ব প্রতিবেদক
  • বুধবার, ০৮ মে ২০২৪ ১১:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনোয়ার আলী মোল্লা। তিনি চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

আনারস প্রতীকে আনোয়ার ১৬ হাজার ১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম উদ্দিন টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৪৫৪ ভোট।

বুধবার (৮ মে রাতে) ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফরিদপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। পুলিশ, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় ছিলেন।

এছাড়া ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করেন বলেও জানান নির্বাচন কর্মকর্তা। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য