শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। সময়ের পরিবর্তনে পরিবর্ধিত হচ্ছে শিক্ষা ব্যবস্থার গুণগত মান। সেই ধারাবাহিকতায় ভাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও শিক্ষিকারা আধুনিক বিশ্বের সাথে সমান্তলে এগিয়ে চলছে এবং পরিচালিত করছেন নতুন অভিজ্ঞতার আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থা।
ভাঙ্গা উপজেলা ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ১৮৮৯ সাল থেকে ভাঙ্গায় যে শিক্ষা প্রতিষ্ঠান মানুষ তৈরির অনন্য কারিগর শীর্ষক ভূমিকায় অবতীর্ণ হয়ে আছে।
২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ পালনের মধ্যে দিয়ে এবছর শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সন্মান অর্জন করেছেন প্রধান শিক্ষক হায়দার হোসেন। এছাড়া শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে সন্মান অর্জন করেছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের এবং শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকের সন্মান অর্জন করায় ভাঙ্গা উপজেলা মাধ্যমিক অধিদপ্তর প্রধান জালাল আহমেদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক প্রতিষ্ঠানগুলো অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য