তুরস্কের মতো ভালো বন্ধু হারানোর ঝুঁকিতে রয়েছে আমেরিকা: এরদোগান

  • অনলাইন
  • বুধবার, ০২ জুন ২০২১ ১০:১৫:০০
  • কপি লিঙ্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, আমেরিকা যদি তুরস্ককে কোণঠাসা করার চেষ্টা করে, তবে ওয়াশিংটন তার অত্যন্ত ভালো এক বন্ধুকে হারানোর ঝুঁকিতে পড়বে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের মাত্র দুই সপ্তাহ আগে গতকাল (মঙ্গলবার) এরদোগান এই মন্তব্য করলেন।

১৪ জুন ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে বাইডেন ও এরদোগান বৈঠক করবেন। এটি হবে এ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। ন্যাটোর দুই সদস্য যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কে একধরনের উত্তেজনা বিরাজ করছে।
রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনাসহ নানা ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। গতকাল তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি-কে দেওয়া এক সাক্ষাতকারে এরদোগান বলেন, যারা তুরস্ককে কোণঠাসা করছে, তারা অত্যন্ত ভালো এক বন্ধু হারাবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের উত্তেজনা সৃষ্টির একাধিক কারণ সাক্ষাৎকারে উল্লেখ করেন এরদোগান। তার মধ্যে অন্যতম হলো কথিত আর্মেনিয়ান গণহত্যাকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান। এই স্বীকৃতির পর তুরস্কের সরকার ও জনগণ ভীষণ ক্ষুব্ধ হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য