৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার 

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ০২:০১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আব্দুল আহাদকে (৪২)  গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে জেলা সদরের কোতোয়ালি থানার গজারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ইমাম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানীহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি মসজিদের বারান্দায় ওই শিশুকে ধর্ষণ করে মসজিদের ইমাম।

শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমাম আব্দুল আহাদ শিশুটিকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মসজিদের বারান্দায় নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে তার মা এসে তাকে উদ্ধার করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণ করার পর অভিযুক্ত ইমাম পালিয়ে ছিল ।  ইমামকে মধ্যরাতে জেলা সদরের কোতোয়ালি থানার গজারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য