ফরিদপুরের সালথায় নিজ নির্বাচনী এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন।
উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর,সুশীল সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী খসরু, এম ডি জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন জয়নাল, আব্দুর রব, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, বালাম হোসেন, মিরান হুসাইন, মাহফুজুর রহমান, শাফিকুল ইসলাম, ইয়াসিন বিশ্বাস, মো. সজীব হোসাইন, মো. খোকন, শ্রমিক দল নেতা কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মাতুব্বর, সেচ্ছাসেবক দল নেতা আকুব্বর মাতুব্বর, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল ইসলাম, মো. সোহাগ প্রমুখ। এছাড়াও বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, নিজেদের মধ্যে যদি আপনাদের একাত্মতা না থাকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন তাহলে আমাদের দলের মধ্যে ঘাপটি মারা যে বেইমানরা আছে তারা সূযোগ নিবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী দলের নামে কেউ যদি বাংলাদেশের কোন প্রণয় চাঁদাবাজি, দখল বাজি করে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে।
আজ ১৭ বছর আনাচে-কানাচে থাকার পরে যদি আমাদের কোন নেতাকর্মীর কারণে জাতীয়তাবাদী দলের মত এমন একটি দলের বদনাম হয়, সেই নেতা কর্মীর দায়িত্ব আমরা নিব না। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা কায়েম করতে হলে তারেক রহমানের দ্বারা প্রণীত সকল রাজনীতি দল যারা ফ্যাসিবাদী আন্দোলনে ছিলো তারা প্রণীত বিএনপি প্রণীত ৩১ দফা এক থেকে ৩১ দফা আপনাদের মুখস্থ করতে হবে, আরক্ত করতে হবে এবং সারা সালথা উপজেলায় প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। এই ৩১ দফা হচ্ছে আগামীদিনের নতুন বাংলাদেশ গড়ার মূলমন্ত্র।
একটি নতুন বাংলাদেশ গড়তে একটি উন্নয়নে বাংলাদেশ গড়তে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে একটি মানবিক বাংলাদেশ গড়তে যা যা কিছুর প্রয়োজন তা এই ৩১ দফায় আছে।
মন্তব্য