আলফাডাঙ্গায় সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল 

  • কবীর হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় টঙ্গীর ইজতেমার মাঠে গভীর রাতে মুসল্লিদের ওপর হামলায় শুরায়ী নিজামের সাথীদের নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বাংলাদেশে মাওলানা সাদ কান্ধলভি সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ  করছে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা।

শনিবার (২১ ডিসেম্বর)  সকাল ১১ টার দিকে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে  মসজিদ সম্মুখে ধর্মপ্রাণ মানুষ  জমায়েত হয়। পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল করে বের করে একই  স্হানে  সমবেত হয়। এরপর সেখানে এক  প্রতিবাদ সমাবেশ  করেন তারা। 

সমাবেশে ক্বওমী ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অংশগ্রহণ করেন,  আলফাডাঙ্গা ক্বওমী ওলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক  মাও. তামিম আহমেদ।

ক্বওমী ওলামা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মাও আহসানুল্লাহ সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, মাওলানা আমিনুল্লাহ্, মুফতি মুজাহিদুল ইসলাম, শামসুর রহমান মাস্টার, মুফতি ইবাদত হোসেন, মাওলানা ইলিয়াস হোসাইন প্রমুখ।

 প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,সাদ পন্থীরা ইজতেমার মাঠে রাতে সন্ত্রাসী কায়দায় হামলা করে মানুষ হত্যা করে। সাদ পন্থীরা সন্ত্রাসী দল, এ সন্ত্রাসীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। সাদপন্থীদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলন করবো। তাবলিগ জামাতের সঙ্গে সাদপন্থীদের কোনো সম্পর্ক নেই। তারা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী। তাবলিগ জামাতের স্বঘোষিত মুরব্বি মাওলানা সাদসহ তার অনুসারীদের আজীবন নিষিদ্ধ করতে হবে।

পরে তারা সম্মিলিত নানা দাবি তুলে ধরে থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য